Sunday, February 24, 2013

রাখাল বালক দাউদ আজ ফিলিস্তিনি শত শত প্রতিবাদী যুবজনতা, আর জালুত হলো ইসরাইলীরা

ইসরাইল গত ২৩ ফেব্রুয়ারি, ২০১৩  আরাফাত জারাদাত নামে এক ফিলিস্তিনি যুবককে জেলে নির্যাতন করে হত্যা করেছে। এই হত্যার প্রতিবাদে ফিলিস্তিনের জনগণ প্রতিবাদে রাস্তায় নেমেছে।

মনে পড়ছে কিছুদিন আগে পড়লাম, হাজার বছর আগে ইসরাইলী ইহুদী রাখাল বালক দাউদ ফিলিস্তিনি পালোয়ান অস্ত্রধারী জালুতকে শুধু গুলতি মেরে হত্য করেছিল। তারপর থেকেই ইহুদীরা ফিলিস্তিনিদের কিছুবছরের জন্য পরাজিত করে রাখতে পেরেছিল। আজ ইসরাইলীদের হাতে রয়েছে মারনাস্ত্র, তারা আজ জালূত। আর ফিলিস্তিনিদের হাতে গুলতি। তারা আজ রাখাল বালক দাউদ।

No comments:

Post a Comment

সর্বাধিক পঠিত

ইতিহাসের ভ্রান্তি থেকে বিভ্রান্তিকর শিক্ষাঃ পার্বত্য চট্টগ্রাম প্রসংগ-১৯৪৭ সাল

ইতিহাসের ভ্রান্তি থেকে বিভ্রান্তিকর শিক্ষা তারিখঃ ১৬ আগস্ট, ২০১৭ ইতিহাস একটি জাতি বা জাতিসত্তা তথা জাতিসমষ্টিকে নানাভাবে প্রভাবিত কর...